দক্ষিণ আফ্রিকা সিরিজে টাইগারদের পাওয়ার হিটিং পরামর্শক আলবি মর্কেল

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সঙ্গে পাওয়ার হিটিং পরামর্শক হিসেবে কাজ করবেন আলবি মর্কেল। এই সফরে তামিম-সাকিবদের নিয়ে কয়েকটি সেশনের কথা রয়েছে তার।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

মঙ্গলবার (১৫ মার্চ) মুঠোফোনে সুজন বলেন, ‘এটা কোনো নিয়োগ না, ওকে ফাঁকা পাওয়া যাচ্ছে। তাই কয়েক দিনের জন্য কয়েকটা সেশন করাবে। নিয়োগ অন্য ব্যাপার, দীর্ঘমেয়াদে হয়। এটা শুধু দক্ষিণ আফ্রিকা সিরিজে কয়েকটা সেশনের জন্য।’

এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়াম্যান জালাল ইউনুস রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন, মর্কেল ওয়ানডে সিরিজে ৫ দিন কাজ করবেন।

মর্কেল ছিলেন বোলিং অলরাউন্ডার। তবে ব্যাট হাতে ছিলেন বিস্ফোরক, বিশেষ করে টি-টোয়েন্টিতে। ৫০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৪২.৩৮ স্ট্রাইক রেটে করেছেন ৫৭২ রান। সর্বোচ্চ স্কোর ৪৩। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৩১৯ ম্যাচে খেলে করেছেন ৪ হাজার ২৪৮ রান। স্ট্রাইক রেট ১৩৮.৫৯। ওয়ানডেতে খুব একটা রান করতে পারেননি যদিও। ৫৮ ম্যাচে ২৩.৬৯ গড়ে করেছেন ৭৮২ রান। স্ট্রাইক রেট ১০০.২৫।

পূর্ববর্তী নিবন্ধমেসেঞ্জারে অভিনেত্রীকে অশ্লীল মেসেজ, থানায় অভিযোগ
পরবর্তী নিবন্ধবাদ পড়লেন সাদ-সুফিল, দলে নতুন দুই মুখ অপি ও ফয়সাল