করোনামুক্ত হলেন নারী ফুটবলার, মিললো মাঠে অনুশীলনের সুযোগ

স্পোর্টস ডেস্ক : একজন ফুটবলার ও দুইজন কর্মকর্তা করোনা পজিটিভ হওয়ায় ভারতের জামসেদপুরে হোটেলের ছাদেই অনুশীলন করতে হয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দলকে। দ্বিতীয়বার পরীক্ষায় নারী ফুটবলার ও এক কর্মকর্তা নেগেটিভ হয়েছেন। ফলে বাংলাদেশ দল সোমবার সুযোগ পেয়েছে মাঠে অনুশীলনের।

বাফুফে সূত্রে জানা গেছে, সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া নারী ফুটবল দল সোমবার সন্ধ্যা ৬টায় জামসেদপুরের জেএফ অ্যারেনায় অনুশীলন করেছে।

মঙ্গলবার শুরু হচ্ছে তিন দেশের নারীদের এই সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত ও নেপাল। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৭ মার্চ নেপালের বিপক্ষে।

তিন দেশের টুর্নামেন্ট বলে ডাবল লিগ ভিত্তিতে হবে খেলা। পয়েন্ট টেবিলের শীর্ষ দেশ হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশ এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।

বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে ১৯ মার্চ।

পূর্ববর্তী নিবন্ধ২১ মার্চ শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধগাজীপুরের কালীগঞ্জে পরিত্যক্ত বাড়িতে মিলল অজ্ঞাত কিশোরের লাশ