‘হাদিসুর রহমানের মরদেহ ১৩-১৪ মার্চ বাংলাদেশে পৌঁছাবে’

নিজস্ব প্রতিবেদক : রকেট হামলায় নিহত ‘এমভি বাংলার সমৃদ্ধি’র থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেন থেকে মালদোভা পৌঁছেছে। আগামী ১৩ বা ১৪ মার্চ বাংলাদেশে পৌঁছাবে।

শুক্রবার (১১ মার্চ) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব তথ্য জানিয়েছেন।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ইউক্রেনে রকেট হামলায় নিহত নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমানের মৃতদেহ মালদোভা পৌঁছেছে। আশা করছি আগামীকাল সকাল নাগাদ রুমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাবে। সেখানে কিছু দাপ্তরিক কাজ শেষে ১৩-১৪ মার্চ বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে বুধবার (৯ মার্চ) বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন বলেন, অফিসিয়াল লোকজন না থাকায় হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে রোমানিয়ায় নিয়ে যাওয়ার বিষয়টি বিলম্বিত হয়। বুধবার (৯ মার্চ) যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে।

ইউক্রেনের অলভিয়া বন্দরে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ২৮ মার্চ অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী
পরবর্তী নিবন্ধইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে মধ্যপ্রাচ্য থেকে স্বেচ্ছাসেবক আনছে রাশিয়া