সাকিবকে সব সংস্করণের চুক্তিতে রাখার ব্যাখ্যা দিলেন মিনহাজুল আবেদীন নান্নু

স্পোর্টস ডেস্ক : মাঠের বাইরে আলোচনায় সাকিব আল হাসান। জাতীয় দলে খেলার অনাগ্রহ স্পষ্ট তার কথাবার্তায়। বিশেষ করে টেস্টে খেলতে অনীহা বেশ কয়েকবার প্রকাশ করেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছুটি চেয়েছেন, বিসিবিও তার আবেদন মঞ্জুর করে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে।

এত কিছুর পরও বিসিবির সব সংস্করণের কেন্দ্রীয় চুক্তিতে সাকিবকে রাখায় নানা প্রশ্নের জন্ম নিয়েছে। বিষয়টি নিয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে সাকিব সব ফরম্যাটে নিয়মিত খেলবেন বলে মৌখিক নিশ্চয়তা দেওয়ায় তাকে চুক্তিতে রাখা হয়েছে। নান্নুর ভাষ্য, ‘ও ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিয়েছে, দক্ষিণ আফ্রিকা সফর থেকে। তারপর থেকে ও এভেইলেবল। আমাদের কাছে যে তথ্য আছে সে অনুযায়ী তিন ফরম্যাটের জন্যই ও এভেইলেবল আছে।’

সাকিবের মতো খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা চান নান্নু, এটাও তাকে সব সংস্করণের চুক্তিতে রাখার কারণ বললেন তিনি, ‘ও অনেক বড় মাপের খেলোয়াড়। বিশ্বের সেরা অলরাউন্ডারের একজন। ওর কাছে সবসময় সেরাটাই আমরা চাই। সেজন্য ওকে তিন ফরম্যাটেই রাখা হয়েছে।’

সামনে অনেক খেলা। এই ব্যস্ত সূচিতে সাকিব তার সেরাটা দেওয়ার আগে বিশ্রাম নিয়ে সতেজ হবেন মনে করছেন নির্বাচক প্যানেলের প্রধান, ‘যেহেতু এ বছর আমাদের অনেক খেলা আছে। আগামী এক বছর আমরা সাকিবের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স চাচ্ছি। আমরা প্রায় এক মাস আগে এই তালিকা জমা দিয়েছি। ও আসলে অবশ্যই কথা বলব। ২০২২ সালে তিন ফরম্যাটেই অনেক খেলা আছে। সে হিসাবে আমাদের অনেক খেলোয়াড় লাগবে। সেরা খেলোয়াড়কে আমরা সবসময়ই তিন ফরম্যাটে চাই। আশা করছি রিফ্রেশ হয়ে ফিরে এসে তিন ফরম্যাটেই খেলবে।’

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন সাকিবের সঙ্গে কথা বলে টেস্ট খেলার ব্যাপারে সম্মতি পান। তারপরই তাকে রেখে টেস্ট দল ঘোষণা করা হয়। কিন্তু পরে বাঁহাতি অলরাউন্ডার বেঁকে বসেন। এ প্রসঙ্গে নান্নু বললেন, ‘অবশ্যই। এখানে একটা পরিকল্পনা সবসময় থাকে, সেই পরিকল্পনায় একটা সিরিজের দল দেওয়া হয়। সে না যাওয়াটা অবশ্যই বিপর্যয়ের মতো। না গেলে জোর করে তো খেলানো যাবে না। সামনে যা আছে তা দিয়েই সেরাটা দিতে হবে। দক্ষিণ আফ্রিকা সফরে যারা গেছেও তারাও সামর্থ্যবান, ভালো ক্রিকেট খেলে। আশা করি ভালো একটা সিরিজ হবে।’

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তালিকায় সামান্থা দ্বিতীয়
পরবর্তী নিবন্ধক্রিকেটের নতুন নিয়মের প্রশংসায় শচীন টেন্ডুলকার