ছাতকে ৯ কোটি টাকা বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পিডিবি

নুর উদ্দিন : প্রায় ৯কোটি টাকা বকেয়া বিদ‌্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছে ছাতক বিদ‌্যুৎ বিত্রুয়, বিতরন ও উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিদিন সকালে অফিসে হাজিরা দিয়ে বকেয়া আদায়ে বি‌ভিন্ন গ্রাম পাড়া মহল্লায় গ্রাহকদের কাছে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে ব্যাহত হচ্ছে অফিসের গ্রাহকদের সেবাসহ বিভিন্ন কার্যক্রম।
বিদ্যুৎ আদালত সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বে পৌর শহরের বকেয়া বিলের অভিযানে শীর্ষ বিল খেলাপি হয়েছেন পৌর মেয়র ও আওয়ামীলীগনেতা আবুল কালাম চৌধুরীসহ তার ৬ সহোদর। গত মঙ্গলবার ‌পৌর শহরের বি‌ভিন্ন স্থানে পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় একা‌ধিক গ্রাহকদের কাছ থেকে নগদ টাকা আদায় করেন।
২১ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে পৌর মেয়রের ৬ ভাইয়ের কাছে। তারা দীর্ঘদিন ধরে বিদ‌্যুৎ বিল পরিশোধ করছেন না। বিদ্যুৎ কর্তৃপক্ষ বার বার তাগিদ দিলেও আদায় হচ্ছেনা বিদ‌্যুৎ বিল। দীর্ঘদিন ধরে দেই দিচ্ছি বলে সময়ক্ষেপন করছেন তারা।
জানা যায়, বিদ্যুৎ বিভাগের পাওনা বকেয়া বিল রয়েছে ছাতক পৌরসভার মেয়র ও আওয়ামীলীগনেতা আবুল কালাম চৌধুরীর কাছে ৮০লক্ষ ৫শ ৪৮টাকা, মেয়রের ছোট ভাই শামিম চৌধুরীর ৩টি একাউন্টে ২লাখ ৬০হাজার ৬শ ১৩টাকা, সেলিম চৌধুরীর ২লাখ ৩হাজার ৩শ ৪১টাকা, শাহিন চৌধুরীর ১লাখ ৫হাজার ৩শ ৯০টাকা, জামাল চৌধুরীর দুটি একাউন্টে ৫লাখ ৬৯হাজার ২শ ৭৮টাকা, কামাল চৌধুরীর ৮লক্ষ ৪৬হাজার ৯শ ১৫টাকা।
স্থানীয়রা জানান, প্রভাবশালীদের কাছে লাখ লাখ টাকা বিল পাওনা হলেও মামলা হয় না। সাধারন জনগনের কাছে ১০ হাজার টাকা বকেয়া বিল হলেই বিদ‌্যুৎ লাইন বিচ্ছিন্ন করাসহ মামলা দেওয়া হতো সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুল আল মামুন সরদার কর্মরত থাকা অবস্থায়।
পৌর মেয়র কালাম চৌধুরী জানান, তাকে অতিরিক্ত বিল দেয়া হয়েছে। তা সঠিক নয়, মিটারে সমস্যা রয়েছে। ২১ লাখ টাকার বিলের বিষয়ে তি‌নি অবগত নন।
৯‌কো‌টি টাকা বকেয়া বিলের ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ছাতক পিডিবির নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল রাজ্জাক বলেন, ৬ জনের ম‌ধ্যে দুটি একাউন্টে ৪ লক্ষ টাকা পরিশোধ করা হলেও ১৭লাখ টাকা বকেয়া রয়েছে। যারা টাকা দেবেনা তাদের  বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হবে।
পূর্ববর্তী নিবন্ধহাদিসুরের মরদেহ দেশে ফেরাতে একসঙ্গে কাজ করছে তিন মিশন
পরবর্তী নিবন্ধসাভারের আশুলিয়ায় গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার