খেলাপি ঋণ আদায়ে জনতা ব্যাংকের আইনী তৎপরতা; গাজীপুরে খেলাপি গ্রাহক গ্রেপ্তার

 

খেলাপি ঋণ আদায়ে আইনি তৎপরতা শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেড। ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ি খেলাপি গ্রাহকদের থেকে ঋণ আদায়ে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ব্যাংকটি। এরই অংশ হিসেবে ব্যাংকের গাজীপুর কর্পোরেট শাখার খেলাপি গ্রাহক মেসার্স হাসান স মিলের মালিক খন্দকার জাকির হোসেনকে ঋণ অনাদায়ে গ্রেপ্তার করা হয়েছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
ব্যাংক সুত্র জানায়, খন্দকার জাকির হোসেন নিজ প্রতিষ্ঠান মেসার্স হাসান স মিলের নামে ২০১০ সালে জনতা ব্যাংকের গাজীপুর কর্পোরেট শাখা হতে ৪০ লাখ টাকা ঋণ নেন। পরবর্তীতে ব্যাংকের এ গ্রাহক দীর্ঘদিন ধরে ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ না করায় সুদাসলে ঋণের স্থিতি এক কোটি এক লাখ টাকায় দাঁড়ায়। ব্যাংক থেকে বারবার তাগাদা দেয়ার পরও তিনি ঋণ পরিশোধ করেননি। এ ব্যাপারে অর্থঋণ আদালতে মামলা করা হলে আদালত ঋণ আদায়ে গ্রাহকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পরিপ্রেক্ষিতে গত শুক্রবার গাজীপুর সদর মেট্রো থানা অভিযান চালিয়ে খেলাপি আসামি খন্দকার জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধযশোরের শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার