গোপালগঞ্জে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় হিরু মিয়া হত্যার ১৬ বছর পর চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর ১৪ আসামি খালাস পেয়েছেন।

সোমবার (০৭ মার্চ) দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আবু সাম ওরফে সামচুল হক, রওশন শেখ, লিয়াকত শেখ ও রাজা ফকির। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

খালাস পাওয়া আসামিরা হলেন, চুন্নু ফকির (পলাতক), গিয়াস উদ্দিন (পলাতক), ছিদ্দিক শেখ (পলাতক), ফিরোজ শেখ (পলাতক), সেলিম (পলাতক), হাফিজুর রহমান, হবি শেখ, সাহা আলম ফকির, নিজাম ফকির, গোলাম রসুল, বাদশা মিয়া, সায়েদ আলী শেখ, মাহমুদ ফকির ও সালাউদ্দিন শেখ।

মামলার বিবরণে জানা গেছে, কাশিয়ানী উপজেলার কোড়ামারী গ্রামের বিজিবি সদস্য হিরুর মিয়ার সঙ্গে আসামিদের জমিজমা ও গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ ছিল। হিরু মিয়া ছুটিতে বাড়ি আসলে গত ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মসজিদ থেকে বাড়ি আসার পথে কোড়ামারী প্রাইমারি স্কুলের সামনে কুপিয়ে মারাত্মক আহত করা হয়। পরে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী জোনাকী বেগম বাদী হয়ে ১৮ জনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধআবাহনীতে হানুমা-জাদরান, মোহামেডানে হাফিজ
পরবর্তী নিবন্ধখেলাপি ঋণ আদায়ে জনতা ব্যাংকের আইনী তৎপরতা; গাজীপুরে খেলাপি গ্রাহক গ্রেপ্তার