স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পর্দা উঠছে ১৫ মার্চ। এবারের আসরে প্রতিটি দল একজন করে বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারবে। শর্ত অনুযায়ী, দলগুলো বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সম্পন্ন করছে।
এবার চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডে খেলবেন ভারতীয় ব্যাটসম্যান হানুমা বিহারি ও আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। এছাড়া আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলবেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
হানুমা ও জাদরানের চুক্তি প্রসঙ্গে আবাহনীর ম্যানেজার মাসুম ইকবাল গণমাধ্যমকে বলেন, ‘আমরা হানুমা-জাদরানের সঙ্গে কথা পাকাপাকি করেছি। তারা এবার খেলবে আমাদের দলে। জাদরানকে শুরু থেকেই পাব। তবে হানুমার খেলা নির্ভর করছে তার ফ্রি থাকার ওপর। সে যদি খেলে আমাদের এখানেই খেলবে।’
এদিকে হাফিজের মোহামেডানে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ সারওয়ার ইমরান। তিনি জানিয়েছেন, পাকিস্তানের এই তারকাকে শুরু থেকেই পাবে ক্লাবটি।
২০২০ সালের ডিপিএলে বিদেশি ক্রিকেটার রাখার নিয়ম তুলে নিয়েছিল। ওইবার করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায় লিগ। ২০২১ সালের টি-টোয়েন্টি সংস্করণেও ছিল না কোনো বিদেশি। এবার সেই সুযোগ থাকছে দলগুলোর সামনে।
১৪ মার্চ হবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। ২ ও ৩ মার্চ স্থানীয়দের নিয়ে দলবদল সম্পন্ন করেছে ক্লাবগুলো।