নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) ৬৩ জন ঋণখেলাপিকে তলব করেছেন হাইকোর্ট।
ঋণ নিয়ে তা ফেরত দেওয়ার শর্তে আদালত থেকে সময় নেওয়ার পরও নির্ধারিত সময়ে ঋণের অর্থ ফেরত না দিয়ে শর্ত ভঙ্গ করায় তাদের তলব করেছেন আদালত।
৭৭ ঋণখেলাপিকে তিন ভাগে আগামী ১১, ১২ এবং ১৯ এপ্রিল সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৭ মার্চ) বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের (কোম্পানি কোর্ট) হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন।
এদিন আদালতে কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান।
শুনানি শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।