বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

জেলা প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুপক্ষের গোলাগুলিতে চারজন নিহত হয়েছে। বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
আজ সকাল ১১টার দিকে তাঁর বান্দরবান শহরের কার্যালয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার জেরিন আখতার। তিনি জানান, গতকাল শনিবার বিকেল চারটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। এখনো পর্যন্ত লাশ চারটি শঙ্খ নদীর পাশে পড়ে আছে। লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি দলে সেখানে গেছে বলে জানান পুলিশ সুপার।

রোয়াংছড়ির তারাশা ইউনিয়নের মংবাইতং পাড়ার কাছে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। সেখানে একটি খাদে লাশ চারটি পরে আছে।

পুলিশ সুপার জেরিন আখতার ব্রিফিংয়ে বলেন, এখানে যে খুনগুলো ঘটছে এর সঙ্গে সাধারণ আইন-শৃঙ্খলার বিষয়কে না মিলিয়ে আলাদাভাবে দেখতে হবে। সমতলের সঙ্গে পাহাড়ের ঘটনা মেলানো যাবে না। এখানে ধরন ভিন্ন।

পুলিশ সুপার বলেন, এখানে বেশ কয়েকটি সংগঠন সক্রিয় আছে। তাদের নিজেদের মধ্যে সমস্যা আছে। এটা সাধারণ মানুষের সমস্যা না। এটা সংগঠনগুলোর সমস্যা। এটারও বহিঃপ্রকাশ হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপুতিনকে পরাজিত করতে বরিস জনসনের ৬ দফা পরিকল্পনা
পরবর্তী নিবন্ধরোমানিয়ায় পৌঁছেছেন ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক