আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সেবা মাস শুরু

নিজস্ব প্রতিবেদক:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এ ১ মার্চ, মঙ্গলবার গ্রাহক সেবা মাস-২০২২ শুরু হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেবা মাসের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর এবং সভাপতিত্ব করেন উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমান। মার্চ মাসব্যাপী গ্রাহকদের বিশেষ সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, সৈয়দ মাসুদুল বারী, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানসহ শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যাংকের সকল জোনাল হেডগন এবং শাখা ব্যবস্থাপকগণ ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার ৫৭১০ সেনা নিহত, দাবি ইউক্রেনের
পরবর্তী নিবন্ধদেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৯