গোপালগঞ্জে ৬ ধর্ষকের প্রতীকি গণফাঁসির রায় কার্যকর

গোপালগঞ্জ প্রতিনিধি:

গ্রেফতারকৃত ৬ ধর্ষকের প্রতীকি গণ ফাঁসির রায় কার‌্যকর করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ রোববার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ প্রতীকি গণফাঁসী কার‌্যকর করা হয়।
এরআগে, প্রতীকি ফাঁসির মঞ্চ তৈরী। ফাঁসির জন্য দড়ি আনা। এরপর ৬ প্রতীকি ধর্ষককে ফাঁসির মঞ্চে তোলা হয়। প্রত্যেকের মাথা কালো কাপড় দিয়ে বেঁধে দেয়া হয়। পরে এক দড়িতে ৬ ধর্ষকের প্রতিকি ফাঁসি কার্যকর হয়।
ফাঁসির রায় কার‌্যকর করতে জল্লাদের দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র হাসান হৃদয়। আর বিচারক হিসেবে ৬ ধর্ষকের ফাঁসির রায় ঘোষণা করেন বিজিই বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শেখ ফাহিম।
পরে আন্দোলনরত শিক্ষার্থীর ফাঁসির দড়ি নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ সময় বিপুল সংখ্যক আন্দোলনরত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ, গত ২৩ ফেব্রুয়ারী রাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৬ ধর্ষককে গ্রেফতার করে র‌্যাব।

 

 

পূর্ববর্তী নিবন্ধধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে চতুর্থ দিনের মতো লাগাতার আন্দোলন
পরবর্তী নিবন্ধবশেমুরবিপ্রবি-তে ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন