নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে : পরিকল্পনামন্ত্রী

নুর উদ্দিন, সুনামগঞ্জ : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমাদের দেশ এখন আর কোন দিকে পিছিয়ে নেই। ঘরে-ঘরে বিদ্যুৎ এক সময় ছিলো কল্পনাতীত। শেখ হাসিনা মানুষের ঘরে-ঘরে বিদ্যুৎ পৌছে দিতে সক্ষম হয়েছেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ এখন সুখেই আছে। ডিজিট্যাল সুবিধার কারণে ঘরে বসেই মানুষ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারছে।
পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের মানুষকে আর না খেয়ে মরতে হবেনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে। আর আমাদের নতুন প্রজন্মকে সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। জাতি শিক্ষিত হলে দেশ উন্নত হবে।
ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকে ও মরহুম গিয়াস মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এককালীন ১২ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এসব কথা বলেন।
শুক্রবার বিকেলে ছাতকের ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর সুরমা সেন্টারে এ বৃত্তি প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টি রফিক হায়দারের পরিচালনায় বৃত্তি বিতরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, এ এস পি সার্কেল বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ভাতগাও  ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ প্রমুখ।
সভায় ট্রাস্টি ফজল উদ্দিন, রশিদ আহমেদ, আলতাফুর রহমান মোজাহিদ, জাকির কাবিরী, জহিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, আফজাল হোসেন, মিনহাজ তাপস, এড.ছায়াদুর রহমান, এড.শাহাব উদ্দিন, ইশতিয়াক তানভীর, শহিদুল ইসলাম, আনিসুর রহমান চৌধূরী সুমন, আবু হানিফা সায়মন, মঞ্জু মিয়া, সাইফ উদ্দিন, ইকবাল হোসেন, আবুল মুনঈমসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী নিবন্ধআগামীতে সকল বয়স্ক মানুষ ভাতা পাবে : পরিকল্পনামন্ত্রী
পরবর্তী নিবন্ধএকদিনে দেওয়া হবে এক কোটি টিকা