বিয়ে না করেই হেলিকপ্টারে নিয়ে ফিরে গেলেন বর

নেত্রকোনা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্চারামপুর গ্রামের আলেক মিয়ার ছেলে শাহজালাল মিয়ার সঙ্গে পূর্বধলার কান্দাপাড়া গ্রামের প্রবাসী বাবুল তালুকদারের মেয়ে সানিয়া আক্তারের বিয়ে ঠিক হয় কিছুদিন আগে। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ নির্ধারণ হয় শুক্রবার।

ধুমধামে বিয়ের আয়োজন চলছিল। বর এলেন হেলিকপ্টারে। প্রস্তুত কনেপক্ষ। তবে প্রস্তুত ছিলেন না প্রশাসন। কারণ কনের বিয়ের বয়স হয়নি। তাই বিয়ে না করে মুচলেকা দিয়ে ফিরে গেলেন বর।

শুক্রবার নেত্রকোনার পূর্বধলায় জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিয়ে উপলক্ষে বিশাল তোরণ ও প্যান্ডেল সাজিয়ে বরপক্ষকে বরণ করতে প্রস্তুত ছিল কনেপক্ষ। হেলিকপ্টারে বর আসার খবরে এলাকার উৎসুক জনতা বিয়েবাড়ির আশপাশে ভিড় করছিলেন। কনের বয়স আঠারো না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বিয়ে বন্ধ করে দেন। ফলে ফিরে যেতে হয় বরপক্ষকে।

এলাকাবাসী জানান, কনে নবম শ্রেণির ছাত্রী হওয়ায় খবর পেয়ে বিয়েবাড়িতে আসেন প্রশাসনের লোকজন। জন্মসনদ যাচাই করে কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এ সময় ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বাল্যবিয়ে হওয়ায় মুচলেকা নিয়ে বিয়ে ভেঙে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটিকা সনদ না থাকলে দোকানপাট বন্ধ করে দেওয়া হবে: ডিএনসিসি মেয়র
পরবর্তী নিবন্ধলালমনিরহাটে ডাস্টবিনে ফেলা নবজাতকের মা- নানি ও মায়ের প্রেমিক গ্রেফতার