পিরোজপুর প্রতিনিধি : পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘সম্মিলিতভাবে কাজ করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সে সম্মিলিত কাজের উত্তরাধিকার বহন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি ভালো থাকলে দেশের কোনো অঞ্চলের উন্নয়নে বাধা হবে না। শেখ হাসিনা আছেন বিধায় প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সর্বত্র রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ ব্যাপক অবকাঠামো উন্নয়ন হচ্ছে।’
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পিরোজপুরের নাজিরপুরে মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নবনির্মিত বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চে উন্নয়ন সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। তার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। তার মতো স্বাধীনতার মহানায়ক পেয়ে আমরা গর্বিত।’
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের কথা সবাইকে মনে রাখতে হবে। এদেশটা স্বাধীন না হলে আমাদের অস্তিত্ব থাকত না। এ দেশে স্বাধীনতায় বীর মুক্তিযোদ্ধাদের যে ভূমিকা, শহীদদের ভূমিকা সেগুলো কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।’
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল সাদিদের সভাপতিত্বে সভায় মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. সাইফ প্রমুখ বক্তব্য রাখেন।
পরে একই দিন মন্ত্রী উপজেলার পলাশডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।