গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক:

মারা গেছেন নন্দিত গীতিকার কাওসার আহমেদ চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ অনেকদিন ধরেই ধানমন্ডির একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কাওসার আহমেদ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পারিবারিক ঘনিষ্ঠজন কাছের মানুষ এরশাদুল হক টিংকু।

তিনি জানান, আজ রাত পৌনে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাওসার আহমেদ চৌধুরী।

শারীরিক নানা জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কাওসার আহমেদ চৌধুরী। তিনিও করোনাতেও আক্রান্ত ছিলেন।

দেশের বেশ কয়েকটি ব্যান্ড ও সংগীতশিল্পীর জন্য গান লিখেছেন কাওসার আহমেদ চৌধুরী। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘এই রুপালি গিটার ফেলে’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’ উল্লেখযোগ্য।

এছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। একজন জ্যোতিষী হিসেবেও জনপ্রিয় ছিলেন কাওসার আহমেদ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবগুড়ায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধ‘বাঙালি যখনই এগিয়ে যেতে থাকে, তখনই ষড়যন্ত্র শুরু হয়’