দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : দেশে এক দিনে করোনাভাইরাসে মৃত্যু দশজনের নিচে নামার পরদিন তা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৯০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বাড়লেও শনাক্তের সংখ্যা কমেছে। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে এক হাজার ৫৯৫ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.৭৭ শতাংশ। গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আট হাজার ৩৫৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ১৬ জনের মধ্যে পুরুষ সাতজন এবং নারী নয়জন। এর মধ্যে ঢাকা বিভাগের আটজন, চট্টগ্রাম বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের দুইজন, খুলনা বিভাগের একজন ও সিলেট বিভাগের একজন। ময়মনসিংহ ও বরিশাল বিভাগের করোনায় কেউ মারা যায়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধগ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধ১০ জনের নাম চূড়ান্ত করেছে সার্চ কমিটি