সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে সড়ক অবরোধ

নুর উদ্দিন : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এমন অভিযোগে সোমবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান উজির মিয়া (৩৫)। হাসপাতাল থেকে পাগলায় লাশ নিয়ে আসলে এলাকাবাসী তার মরদেহ নিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করে।
নিহত উজির মিয়ার আত্মীয় ছাত্রলীগ কর্মী ইমরান বলেন, আমার ভাইকে চুরি মামলা দিয়ে আটক করে থানার হাজতে রেখে নির্মমভাবে মারধর করে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। দোষীদের বিচার চাই।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান পুলিশের হেফাজতে আসামির মৃত্যুর অভিযোগ অস্বীকার করে বলেন, আসামিকে আটক করা হয়েছিল ৯ ফেব্রুয়ারি। একদিন হাজতে রেখে পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। ১১ তারিখে তিনি জামিনে মুক্ত হয়ে বাড়ি চলে যান। এরপর কোনো একদিন হয়তো তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু আজকে সকালে নাকি তার মৃত্যু হয়েছে। তবে এখনও বিস্তারিত কিছু বলতে পারছি না। আমরা খোঁজ নিচ্ছি।
পূর্ববর্তী নিবন্ধসামান্থার সিনেমার সেট নির্মাণে ব্যয় ৩ কোটি রুপি
পরবর্তী নিবন্ধভাষা শহিদদের প্রতি ক্রিকেটারদের বিনম্র শ্রদ্ধা