ভাষা শহিদদের প্রতি ক্রিকেটারদের বিনম্র শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক : গভীর শ্রদ্ধাভরে জাতি স্মরণ করছে ভাষা শহিদদের। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

সাকিব আল হাসান ফেসবুকে বল ও স্ট্যাম্প দিয়ে শহীদ মিনার বানিয়ে লিখেছেন, ‘Paying respect to all the greatest children who bravely sacrificed their lives for our mother language.
মায়ের ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেয়া সকল সেরা সন্তানদের প্রতি থাকলো বিনম্র শ্রদ্ধা।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও এই ঘরনায় একটি শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন—
‘মহান ২১শে ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

মুশফিকুর রহিম দোয়েল পাখি, অক্ষর, লাল সূর্য, শহীদ মিনার ও স্মৃতি সৌধের ছবি দিয়ে লিখেছেন, ‘১৯৫২ সালের ভাষা শহীদদের জানাই অসীম শ্রদ্ধা। সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
In remembrance of the martyrs of the Bengali Language Movement of 1952. Happy international mother language day to all.’

টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শহীদ মিনারের ছটি পোস্ট করে লিখেছেন, ‘সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

টেস্ট অধিনায়ক মুমিনুল হক ফুল শোভিত একটি শহীদ মিনারের ছবি পোস্ট করে লিখেছেন—
‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’

শহীদ মিনারের ছবি পোস্ট করে সৌম্য সরকার শ্রদ্ধা জানিয়েছেন এভাবে লিখে, ‘মৃত্যুঞ্জয়ী সকল ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিনম্র শ্রদ্ধা জানাই। একুশের চেতনায় উজ্জবিত হোক সকল বাঙ্গালির প্রাণ।’

লিটন কুমার দাশ সুন্দর একটি শহীদ মিনারের ছবি দিয়ে লিখেছেন, ‘২১ শে ফেব্রুয়ারি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

মেহেদী হাসান মিরাজ ‘অমর একুশে’ লেখা শহীদ মিনারের ছবি দিয়ে কবিতার ছন্দে লিখেছেন—
‘মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি,
লাখো বাঙালির কাতর চিত্তে করুন আহাজারি।
একুশ তুমি বাংলার মানুষের হৃদয় ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্খিত মাতৃভাষা।’
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং সকল ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমার ভাষা, আমার অহংকার!

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধগাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত