বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসতে বাধা নেই নিপুণের। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এফডিসির চত্বরে এক সংবাদ সম্মেলনে এ দাবিই করলেন অভিনেত্রী।
তিনি বলেন, ‘সবাই আদালতের নির্দেশনাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। হয়তো এটা মিসটেক। তাই আজ গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ভুল তথ্যগুলো শুধরে দিতে চাই।
মহামান্য আদালতের আদেশ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আমিই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ পদে দায়িত্ব পালন করতে আমার কোনো বাধা নেই।’
এদিকে মামলা থেকে সরে যাওয়ার জন্য নিপুণকে হুমকি দেয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এজন্য বনানী থানায় একটি জিডিও করেছেন এ নায়িকা। সংবাদ সম্মেলনে নিপুণ জানান, এই জিডি নং ৮২৯।
আজকের সংবাদ সম্মেলনে নিপুণের সাথে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতা মোহাম্মদ হোসেন, অভিনেতা নানাশাহ, ডি এ তায়েব, অভিনেত্রী জেসমিন প্রমুখ।
উপস্থিত ছিলেন নতুন কমিটির দফতর সম্পাদক আরমান ও কোষাধ্যক্ষ আজাদ খান।