আইপিএলে দল পাওয়া নিয়ে প্রত্যাশা নেই তাসকিন আহমেদের

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস এবং শরিফুল ইসলামের সঙ্গে আইপিএল নিলামে নাম রয়েছে তারও। সাকিব আল হাসান রয়েছেন অবিক্রিত। তাসকিনের ডাক এখনও আসেনি। যদিও দল পাবেন কি না তা নিয়ে রয়েছে সংশয়। তবে আইপিএলে তাসকিনের দল পাওয়া না পাওয়া নিয়ে কোনো প্রত্যাশা নেই।

আজ শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর আইপিএল নিলাম নিয়ে তাসকিনের মন্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘না, আসলে সত্যি কথা বলতে আমার ওইটা (আইপিএল নিলাম) নিয়ে কোনো আশা নাই।’

নিলামে কোনো দল তাকে কিনে নিলে ভাল লাগবে। এ কথা স্বীকার করে তাসকিন জানান, ‘দল পেলে ভালো লাগতোই।’

তবে আইপিএল এ দল না পেলেও তার তেমন কোন প্রত্যাশা নেই। তাসকিনের উপলব্ধি, ‘আমাদের অনেক খেলা আছে। যেহেতু টেস্ট খেলব তাই আমাকে পাওয়ার ব্যাপারও আছে। যেহেতু টেস্ট খেলা আছে তাই দল পাওয়ার সুযোগ কম থাকবে।’

নিজে দল না পেলেও তাসকিনের বদ্ধমুল ধারণা সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান দল পাবেন। আজ প্রথম নিলামে সাকিব অবিক্রিত থেকে গেলেও তাসকিনের দৃঢ় বিশ্বাস, ‘সাকিব ভাই আর মোস্তাফিজ দল পাবে।’

আর না পেলেও সাকিব-মোস্তাফিজের ক্যারিয়ার শেষ হয়ে যাবে না। তাদের অর্জন, কৃতিত্ব এতটুকু ছোট হবে না বলে বিশ্বাস তাসকিনের। তাসকিন বলেন, ‘তারা (সাকিব ও মোস্তাফিজ) যদি নাও পায়, তবু তারা সবসময় বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সঙ্গে আরও জোরদার সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধরেকর্ড মূল্যে বিক্রি হলেন সেই ভানিন্দু হাসারাঙ্গা