সিকান্দার রাজা ফিফটিতে মিনিস্টার ঢাকাকে ১৩০ রানের লক্ষ্য দিলো খুলনা টাইগার্স

স্পোর্টস ডেস্ক : ৭ ওভার শেষ না হতেই পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকছিল খুলনা টাইগার্স। আরাফাত সানি-রুবেল হোসেনদের বোলিংয়ের সামনে চোখে যেন সর্ষে ফুল দেখছিলেন মুশফিকুর রহিমরা। ব্যাটিং বিপর্যয়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে দারুণ ফিফটি করেন সিকান্দার রাজা। তাতে মিনিস্টার ঢাকাকে ১৩০ রানের লক্ষ্য দিতে পারে খুলনা।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। শেষ পর্যন্ত তারা ৮ উইকেটে ১২৯ রান করে। বিপর্যয়ের মুহূর্তে দলের হাল ধরেন রাজা। আগলে রেখেছিলেন এক প্রান্তে। সঙ্গী হিসেবে কাউকে পাচ্ছিলেন না। মেহেদী হাসানের সঙ্গে ২৯ রানের জুটি, থিসারা পেরেরার সঙ্গে ৩৯ ও রুয়েল মিয়াকে নিয়ে গড়েন ৩২ রানের জুটি।

৪ ছয় ও ৩ চারে রাজা তুলে নেন ফিফটি। আউট হয়েছেন ইনিংসের শেষ বলে। তার ব্যাট থেকে আসে ৫০ বলে সর্বোচ্চ ৬৪ রান। এছাড়া ২০ রানের ঘর পেরোতে পারেননি কোনো ব্যাটসম্যান। মেহেদী ১৭, পেরেরা ও মুশফিক সমান ১২ রান করেন। প্রথম চার ব্যাটসম্যান আউট হয়েছেন দুই অঙ্কের মুখ না দেখেই। এরপর মুশফিকও ফিরে যাওয়ায় দলের বিপদ বাড়ে।

খাদের কিনারা থেকে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন রাজা। ঢাকার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন আজমতুল্লাহ ওমরজাই ও আরাফাত সানি। একটি করে উইকেট নেন রুবেল হোসেন, ফজল হক ফারুকী ও কাইস আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলে সাকিবের জন্য দুঃসংবাদ
পরবর্তী নিবন্ধপানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়াতে চায় ওয়াসা