সার্চ কমিটি শতভাগ নিরপেক্ষ: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে নাম সুপারিশের জন্য গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি শতভাগ নিরপেক্ষ বলে মন্তব্য করেছেন কমিটির সদস্য ও সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় বৈঠকের পর আপিল বিভাগের সামনে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল সার্চ কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘নো কোশ্চেন? অ্যাবসোলেটলি নিরপেক্ষ।’

এ সময় খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সুশীল সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও নির্বাচন বিশেষজ্ঞ এমন ৬০ জনের সঙ্গে বসে কমিটি তাদের মমামত নেবে। তবে এর মধ্যে ১০ জন কমবেশি হতে পারে।

রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির কাছে সর্বোচ্চ ১০ জনের নাম পাঠাতে পারবে বলেও জানান তিনি।

সার্চ কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধ৪২তম বিশেষ বিসিএসে নিয়োগ পেলেন ৩৯৫৭ চিকিৎসক
পরবর্তী নিবন্ধআগামী নির্বাচনেও জনগণ আ’লীগকে ভোট দেবে : প্রধানমন্ত্রী