নরসিংদীতে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে ট্রেনের ধাক্কায় জয়া দাস (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। রোববার (০৬ ফেব্রুয়ারি) পলাশ উপজেলার ঘোড়াশাল রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়া দাস উপজেলার জিনারদী ইউনিয়নের ভালুকাপাড়া গ্রামের তপন দাসের মেয়ে। সে কালিগঞ্জ সেন্ট মেরি গার্লস কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, সকালে ওই শিক্ষার্থী কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ জহিরুল আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ও নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ওই শিক্ষার্থী কানে মোবাইলের হেডফোন লাগিয়ে অসতর্কভাবে রেললাইন দিয়ে হাঁটায় এই দুর্ঘটনা ঘটে।’

 

পূর্ববর্তী নিবন্ধমৌলভীবাজারে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় আট হাতি, আতঙ্কে এলাকাবাসী