কুমিল্লার দেবিদ্বারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সুরুজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে ইউছুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুরুজ মিয়া একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী প্রার্থী কবির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মাজহারুল মামুনের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক সুরুজ মিয়া মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন কবির হোসেনসহ চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আওয়ামী লীগ প্রার্থী কবির হোসেন বলেন, ‘সুরুজ মিয়াকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। পড়ে তিনি মারা যান।’

দেবিদ্বার থানার এএসআই মোফাজ্জল হোসেন জানান, ‘একজন নিহত হয়েছে। কিভাবে তিনি মারা গেছেন তা এখনো জানতে পারিনি। কয়েকজন আহত হয়ে হাসপাতালে আছেন। ‘

আগামী ৭ ফেব্রুয়ারি দেবিদ্বার উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউছুফপুরে ইউনিয়নে পাঁচ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পূর্ববর্তী নিবন্ধটানা ২৯ ম্যাচ অপরাজিতের রেকর্ড আর্জেন্টিনার
পরবর্তী নিবন্ধদ্বিতীয় মেয়াদে টাইগারদের নিয়ে কাজ করতে ঢাকায় জেমি সিডন্স