অ্যাসিড ভর্তি বাথটাবে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণীর লাশ, পাকিস্তানি স্বামী আটক

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে অ্যাসিড ভর্তি বাথটাব থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার আমিনা হায়াত (১৯) নামের ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজ জানিয়েছে, সিডনির নর্থ পারামাত্তা এলাকার পিনান্ট হিলস রোডের একটি অ্যাপার্টমেন্টে পাকিস্তানি স্বামী মিরাজ জাফরের সঙ্গে থাকতেন আমিনা। বাড়ির দরজা ভেঙে আমিনার মৃতদেহ গোয়েন্দারা উদ্ধারের কয়েক ঘণ্টা আগে ওই অ্যাপার্টমেন্ট থেকে চিৎকারের আওয়াজ শোনা গিয়েছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ জাফরকে গ্রেপ্তারে অভিযান শুরু করে। স্থানীয় সময় সোমবার দুপুরে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

স্থানীয় সূত্র জানিয়েছে, পরিবারের অমতে জাফরের সঙ্গে বসবাস করতেন আমিনা। গত বছরের শেষ দিকে তারা ওই অ্যাপার্টমেন্টে ওঠেন।
মঙ্গলবার ব্যাংকসটাউন লোকাল কোর্ট জাফরকে এপ্রিল পর্যন্ত কারা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখুলনা বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধটানা ২৯ ম্যাচ অপরাজিতের রেকর্ড আর্জেন্টিনার