‘একজন উপাচার্য গেলে আরেকজন আসবেন’

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফরিদ উদ্দিনের অপসারণের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, একজন উপাচার্য চলে গেলে তো আরেকজন আসবেন। কিন্তু সমস্যাই যদি থেকে যায় তাহলে তো কোনো লাভ হলো না।

বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় নিজ বাসভবনে শাবির অচলাবস্থা নিরসন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ভিসির অপসারণের একদফা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, একজন উপাচার্য থাকলেন কি থাকলেন না, সেটি কিন্তু তাদের সমস্যা সমাধানে তার প্রভাব থাকছে না। একজন উপাচার্য চলে গেলে তো আরেকজন আসবেন। কিন্তু সমস্যাই যদি থেকে গেল তাহলে তো তাদের কোনো লাভ হলো না। আমরা সমস্যা সমাধান করবো। উপাচার্যের বিষয়ে একটা পদ্ধতি আছে, চ্যান্সেলর এবং রাষ্ট্রপতিকে দায়িত্ব ন্যস্ত করা। সেটা ভিন্ন বিষয়। আর এ ব্যাপারে আমরা দেখবো আমাদের পক্ষে কী করা সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এখন বিপিএল উন্মাদনা
পরবর্তী নিবন্ধওয়ালটন প্লাজায় বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ছাড়