ফেনী প্রতিনিধি : ফেনীতে মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফের আদালতে এ রায় ঘোষণা করা হয়। তবে জামিনে মুক্তির পর থেকে আসামিরা পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা ফরিদা বেগম (৩৬) ও একই জেলার পেকুয়া উপজেলার বাসিন্দা হাসিনা বেগম (৩৩)।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল থেকে সন্দেহভাজন পরিবহন তল্লাশি করে একটি ব্যাগের ভেতর রাখা ৫০টি ফেনসিডিল জব্দ করে পুলিশ। এসময় গ্রেফতার হন ফরিদা ও হাসিনা। এ ঘটনায় ফেনী মডেল থানার এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।
একই বছরের ১৯ অক্টোবর মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন এসআই মেহেদী মাকসুদ।