নির্বাচনী সহিংসতায় আহত কৃষকের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলার দাউদপুর গ্রামে নির্বাচনী সহিংসতায় আহত শৈলেন ভৌমিক (৫৮) মারা গেছেন।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে তিনি নিজ বাড়িতে মারা যান। শৈলেন ভৌমিক ওই গ্রামের মৃত হরগোবিন্দ ভৌমিকের ছেলে।

স্থানীয়রা জানান, গত ২৭ ডিসেম্বর উপজেলার চাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে দাউদপুর গ্রামের অজিত মহলানবীশ জয়ী হন। পরাজিত হন একই গ্রামের যতীন্দ্র মহলানবীশ। নির্বাচনের পরদিন যতীন্দ্র ও অজিতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে অজিতের সমর্থক শৈলেন ভৌমিক, বিপ্লব, অনিক ও অপুসহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের খালিয়াজুরী, জেলা সদর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষে শৈলেন ভৌমিক চোখে এবং কপালে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন। চারদিন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফিরে যান। সোমবার দুপুরে অবস্থার অবনতি হয়ে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘সংঘর্ষের পর অজিত মহলানবীশ বাদী হয়ে ২৫ জনকে আসামি করে একটি মামলা করেছিলেন। ময়নাতদন্তে হত্যার অভিযোগ প্রমাণিত হলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।’

পূর্ববর্তী নিবন্ধবিপিএল খেলতে ঢাকায় ডোয়াইন ব্রাভো
পরবর্তী নিবন্ধলাইনে দাঁড়িয়ে দিনে আয় ১৮ হাজার টাকা!