নিজস্ব প্রতিবেদক:
নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চারটি প্রস্তাব দিয়েছে জাকের পার্টি। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবন থেকে বেরিয়ে এসব কথা জানান দলটির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল।
বঙ্গভবনে সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির চেয়ারম্যান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্লক চেইন পদ্ধতি সংযোজন এবং ই-ভোটিং করার প্রস্তাব করেছি।
তিনি বলেন, ঘরে বসে ই-ভোটিংয়ের ব্যবস্থা করা উচিত। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যদি টাকা লেনদেন করা যায়। তবে ঘরে বসে কেন ভোট দেওয়া যাবে না। ডিজিটাল বাংলাদেশে ডিজিটালভাবে কেন ভোট দেওয়া যাবে না।
নির্বাচন কমিশন আইনের বিষয়ে তিনি বলেন, আমরা আইনের কথা বলেছি। বিশেষ বিশেষ দলের জন্য বারবার সংবিধান পরিবর্তন দৃষ্টিকটু। এটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে।
জাকের পার্টির চেয়ারম্যান বলেন, নিবন্ধিত দলগুলোর স্বঘোষিত ভোটারদের ডাটাবেজ তৈরি এবং তা প্রকাশের জন্য নির্বাচন কমিশনে জমাদান করার প্রস্তাব করেছি।
সার্চ কমিটির বিষয়ে তিনি বলেন, বিতর্কমুক্ত ও অধিক গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে সার্চ কমিটি গঠন করতে হবে।
এর আগে বিকেল ৫টা ৪৫ মিনিটে দলটির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে। জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। দলে আরও ছিলেন জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার, ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল, ফারাহ আমীর, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আ ন ম মনিরুজ্জামান এবং স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক খান।