বন্যায় ২৪ জনের প্রাণহানি ব্রাজিলে, বাস্তুচ্যুত ১৭ হাজারেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক : লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ১৭ হাজারেরও বেশি মানুষ।

দেশটির আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, অঞ্চলটিতে বছরের প্রথম ১০ দিনে রেকর্ড করা হয়েছে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। গেলো বছর গোটা জানুয়ারিতে এর অর্ধেক ঝড়বৃষ্টিও হয়নি।

এদিকে ব্রাজিলের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির ৪২টি বাঁধ নজরদারিতে রাখা হয়েছে। এর মাঝে তিনটি বাঁধ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো মুহূর্তে সেগুলো ভেঙে গিয়ে ভাসিয়ে নিতে পারে বিস্তীর্ণ লোকালয়। গেলো ডিসেম্বরে, অঞ্চলটির একটি বাঁধ ধ্বংসের ঘটনায় বন্যার কবলে পড়ে মাইলের পর মাইল এলাকা। সূত্র: ইউরো নিউজ

পূর্ববর্তী নিবন্ধকাপাসিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধশিশুদের স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়ক খাবার