আগামী ১০ দিন আইসিইউ-তে পর্যবেক্ষণে থাকবেন লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক : গত মঙ্গলবার সকালেই খবর আসে করোনায় আক্রান্ত বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর। তার কোভিড রিপোর্ট পজিটিভ আসতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয়েছে কিংবদন্তি শিল্পীকে। আইসিইউ-তে চিকিৎসাধীন লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ভর্তি রয়েছেন তিনি।

মৃদু উপসর্গ হলেও বয়সজনিত কারণে কিছু না ভেবেই হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বুধবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আগামি ১০ থেকে ১২ দিন শিল্পীকে পর্যবেক্ষণেই রাখবেন চিকিৎসকেরা। করোনার পাশাপাশি লতার নিউমুনিয়া হওয়ার কথাও জানিয়েছেন চিকিৎসক। চলছে তার চিকিৎসাও। যদিও স্বস্তির খবর যে এখনো পর্যন্ত অক্সিজেনের সাহায্য নিতে হয়নি শিল্পীকে।

অক্সিজেন স্যাচুরেশনও ঠিক আছে বলে জানিয়েছেন চিকিৎসক। আগামি ১০ দিন তাই কোনোরকম ঝুঁকি নিতে চান না চিকিৎসকেরা।

এর আগেও ২০১৯ সালের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। চেস্ট ইনফেকশনের জেরে শ্বাসকষ্ট হচ্ছিল তার। এরপর গোটা করোনাকালে যথেষ্ট সাবধানতা বজায় রেখেই চলছিলেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতেও দেখা যায়নি তাকে।

পূর্ববর্তী নিবন্ধঅভিনেতা প্রসেনজিতের পর করোনায় আক্রান্ত স্বস্তিকা
পরবর্তী নিবন্ধমালাইকার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন অর্জুন