স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন। অনেক ক্রীড়াবোদ্ধা এমনও বলছেন, বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা ব্যাটসম্যান তিনি। বলছি লিটন দাসের কথা।
গেল বছরের ন্যায় সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সিরিজেও যার ব্যাট দ্যুতি ছড়িয়েছে। সমীহ করতে বাধ্য হয়েছেন বাঘা বাঘা সব বোলাররা। প্রশংসায় ভাসিয়েছেন হার্শা ভোগলেসহ বিশ্ব ক্রিকেট বোদ্ধারা। এবার সেটিরই যেন পুরস্কার পেলেন তিনি।
আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের ব্যাটসম্যান লিটন দাস। তার রেটিং ৬৮৩। লিটনের আগে আর কোনো বাংলাদেশি নেই তালিকায়। তারপরে আছেন ‘মিস্টার ডিফেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিম। তিনি আছেন ২৫তম পজিশনে। তার রেটিং ৬৩০।
এদিকে র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মারনাস লাবুশান। ৯২৪ রেটিং নিয়ে তিনি আছেন সবার ওপরে। এছাড়া দ্বিতীয় অবস্থান ইংল্যান্ড টেস্ট দলপতি জো রুটের। পাশাপাশি তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং রোহিত শর্মা।