রংপুর প্রতিনিধি : রংপুরে জমে উঠেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোক্তা মেলা। গত মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রচার-প্রসার ও বাজারজাতকরণে দশ দিনব্যাপী এ মেলা শুরু হয়।
স্থানীয়রা জানান, প্রতিদিনই নগরীর বিভিন্ন স্থানসহ আশপাশের জেলা-উপজেলা থেকে ক্রেতা ও দর্শনার্থীরা মেলায় আসছেন। মেলায় পাটজাত পণ্য, শতরঞ্জি, চামড়াজাত পণ্য, চারু ও কারুশিল্প, হস্তশিল্প, বাচ্চাদের খেলনা, প্রসাধনী, রকমারি খাবারসহ বিভিন্ন ধরনের ৫৫ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলছে মেলা চলে।
রাইদাহ হ্যান্ডিক্রাফটের সত্ত্বাধিকারী চন্দনা আক্তার জানান, ‘মেলায় আশানুরূপ সাড়া পড়েছে। প্রতিদিন গড়ে ১০-১২ হাজার টাকার পণ্য বিক্রি হচ্ছে। আশা করছি আগামী দুদিন আরও বেশি বিক্রি হবে।’
মেলায় আসা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ন জানান, ‘মেলার আর তিনদিন আছে। এতদিন আসা হয়নি। তাই শেষ সময়ে সুযোগ হাতছাড়া করতে রাজি ছিলাম না।
রংপুর বিসিকের উপ-মহাব্যবস্থাপক শামীম হোসেন বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রচার-প্রসার ও বাজারজাতকরণের সুযোগ তৈরির জন্য প্রতি বছরের মতো এবারও মেলার আয়োজন করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবারে তারা প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করেছেন। আরও দুদিন মেলা রয়েছে। এ দুদিনে উৎপাদিত পণ্য ব্যাপকহারে বাজারজাতকরণের চেষ্টা করা হবে। পাশাপাশি উদ্যোক্তারা নিজেদেরকে কীভাবে ব্র্যান্ডিং করবেন বিষয়টি দেখা হবে।’
স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত এই মেলা আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে।