বাফেটের কোম্পানি ট্রিলিয়ন ডলারে প্রবেশ করতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারি সত্ত্বেও মার্কিন শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের প্রধান কোম্পানি বার্কশায়ার হাথাওয়ের বাজার মূল্য গত সপ্তাহে ৭০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। যা অতীতের যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। এর মাধ্যমে খুব শিগগিরই এটি এক লাখ কোটি ডলারের কোম্পানি হওয়ার গৌরব অর্জন করতে পারবে। ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার বাড়ে এক শতাংশ। এ নিয়ে টানা চারদিন কোম্পানিটির শেয়ারের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। কারণ বিনিয়োগকারীরা নিরাপদ জায়গায় বিনিয়োগ করতে আগ্রহী।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের প্রথম সপ্তাহে কোম্পানিটির বি ক্যাটাগরির শেয়ারের দাম চার শতাংশ বেড়েছে। ফলে কোম্পানিটির বাজার মূল্য দাঁড়িয়েছে ৭০ হাজার কোটি ডলারে।

ওয়ারেন বাফেট ডিউরোসেল, গেইকো ও ডেইরি কুইনসহ বিশ্বের ৬০টির বেশি কোম্পানিতে বিনিয়োগ করেছেন। তাছাড়া টেক জায়ান্ট অ্যাপলের মধ্যে এটির একটি বড় অংশীদারত্ব রয়েছে।

ধারণা করা হচ্ছে বার্কশায়ার ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে। যদি সেটা সম্ভব হয় তাহলে এটি টেসলা, অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যাপলের কাতারে উঠে যাবে। টেসলার বর্তমান বাজার মূল্য এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার, অ্যামাজনের এক দশমিক ৬৬ ট্রিলিয়ন ডলার, মাইক্রোসফটের দুই দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলার ও অ্যাপলের দুই দশমিক ৮৪ ট্রিলিয়ন ডলার। উল্লেখ্য, এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন।

পূর্ববর্তী নিবন্ধকরোনা ভাইরাসে নতুন ধরন ‘ডেল্টাক্রন’ শনাক্ত
পরবর্তী নিবন্ধভিসা জটিলতার মামলায় জয় পাওয়ার পরই মেলবোর্নে গ্রেফতার জকোভিচ!