নিজস্ব প্রতিবেদক:
রূপালী ব্যাংক লিমিটেডে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্যাংকটি ইসলামিক ব্যাংকিং বাস্তবায়নের লক্ষ্যে প্রজেক্ট কিক অফ ঘোষণা করেছে।
সোমবার(১০ জানুয়ারি) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ইসলামিক ব্যাংকিং উইন্ডো কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় রূপালী ব্যাংকের টেকনোলজি পার্টনার সোনালী ইনটিলেক্ট এবং মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। দিবসটি উপলক্ষে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় অংশ নেন ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেনসহ ব্যাংকের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এতে জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, ইয়াছমিন বেগম, কাজী আবদুর রহমান, মো. হারুনুর রশীদ, কাজী ওয়াহিদুল ইসলাম, ফয়েজ আলম ও উত্তম কুমার পালসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন ।
এছাড়াও রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) সহ ব্যাংকের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।