বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় স্পিন বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রতিটি দিন বাংলাদেশের কেটেছে স্বপ্নের মতো। ব্যাটিং হোক বা বোলিং, সবখানেই শাসন করেছিল মুমিনুল হকের দল। কিন্তু ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম দিন বাংলাদেশকে দেখতে হয়েছে মুদ্রার উল্টো পিঠ। বল হাতে কেটেছে দুর্বিষহ।

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ অবশ্য আছেন শিষ্যদের পাশেই। জানিয়েছেন পেসার-স্পিনার সবাই শতভাগ দিয়েছেন, কিন্তু দিনটি ভালো ছিল না। দ্বিতীয় দিন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলেও প্রত্যাশা করেছেন।

প্রথম দিনের খেলা শেষে হেরাথ বলেন, ‘ছেলেরা, বিশেষ করে ফাস্ট বোলাররা শতভাগ দিয়েছে, স্পিনাররাও। আমি নিশ্চিত, এই ছেলেরা কালকে ঘুরে দাঁড়াবে এবং তারা নিজেদের সেরাটা দেখাবে।’

টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউ জিল্যান্ড প্রথম দিনে ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলে। টম ল্যাথাম ১৮৬ ও ডেভন কনওয়ে ৯৯ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে একটি মাত্র উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম।

ইবাদত-তাসকিনদের জন্য দিনটি কেটেছে বিবর্ণ। তিন পেসার মিলে ৬১ ওভার বোলিং করে মাত্র ১টি উইকেট পেয়েছেন। ইবাদত ছিলেন খরুচে। ওভার প্রতি দিয়েছেন ৫.৪০ রান করে। সর্বোচ্চ ২৫ ওভার করেছেন মেহেদী হাসান মিরাজ। তিনি ওভার প্রতি দ্বিতীয় সর্বোচ্চ ৩.৮০ রান দিয়েছেন। কৃপণ ছিলেন শরিফুল, ১৮ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ৫০ রান। ওভার প্রতি খরচ ২.৭৭।

নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়ে হেরাথ বলেন, ‘সত্যি বলতে, দিনটি আমাদের জন্য ভালো ছিল না। তবে সবমিলিয়ে কৃতিত্ব দিতে হবে টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে। তারা খুব ভালো ব্যাট করেছে।’

এই ম্যাচে ভালো কিছু আশা করতে হলে কিউই ব্যাটসম্যানদের লাগাম টেনে ধরতেই হবে। যা নির্ভর করছে দ্বিতীয় দিনে বোলারদের পারফরম্যান্সের ওপর।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত অরিজিৎ সিং
পরবর্তী নিবন্ধ২ জনের ওমিক্রন শনাক্তের পর পুরো শহরে গণপরীক্ষা