রিয়াল মাদ্রিদের বড় জয়, বেনজেমার রেকর্ড

স্পোর্টস ডেস্ক  :  বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় বড় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এর মাধ্যমে রিয়ালের হয়ে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি তারকা করিম বেনজেমা।

সান্তিয়াগো বার্নাব্যুতে এই জয়ের ফলে রিয়াল দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার থেকে আট পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান আরো শক্তিশালী করেছে। যদিও সেভিয়ার হাতে এখনো দুই ম্যাচ বেশী রয়েছে।

৪৩ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেবার পাশাপাশি ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন বেনজেমা। ৫২ মিনিটে পাঁচজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বেনজেমার সাথে বল আদান প্রদান করে ভিনিসিয়াস ব্যবধান দ্বিগুন করেন।

৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে আরো এগিয়ে দেন ২১ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুন ভিনিসিয়াস। ম্যাচের শেষের দিকে বেনজেমা দলের হয়ে চতুর্থ গোল করলে বড় জয় নিশ্চিত হয় মাদ্রিদের। মাঝে ৭৬ মিনিটে গন্সালো গুয়েডেস ভ্যালেন্সিয়ার হয়ে এক গোল পরিশোধ করেন।

এ নিয়ে বেনজেমনা এবারের মৌসুমে ১৭ গোল করলেন, অন্যদিকে ভিনিসিয়াস করেছেন ১২ গোল। এই দুজন মিলে এবার এখনো পর্যন্ত যে ২৯ গোল করেছেন তা লিগের ১৩টি দলের নিজস্ব গোলের থেকে বেশী। এর মধ্যে চতুর্থ স্থানে থাকা রিয়াল সোসিয়েদাদও ২০ ম্যাচে এ পর্যন্ত করেছে মাত্র ২২ গোল।

ম্যাচ শেষে বেনজেমা বলেছেন, ভিনিসিয়াসের সাথে খেলতে আমি দারুণ স্বাচ্ছন্দ্য বোধ করি। সব ম্যাচেই আমি তাকে সহযোগিতা করতে চাই। আমি জানি তার মধ্যে অনেক সম্ভাবনা আছে। একদিন সে নিজেকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমাদের দলের একজন দুর্দান্ত খেলোয়াড় হিসেবে ইতোমধ্যেই সে নিজেকে প্রমান করেছে।

রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৫৮৪ ম্যাচে বেনজেমা গোলের ত্রিপল সেঞ্চুরি করলেন। এর আগে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রাউল ও আলফ্রেডো ডি স্টিফানো এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধ১৫ জানুয়ারির পর টিকা ছাড়া স্কুল-কলেজে যাওয়া বন্ধ
পরবর্তী নিবন্ধকরোনায় আক্রান্ত অরিজিৎ সিং