শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ভাবছি না: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ভাবছি না। যতদিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই।

তবে আজকে আমাদের বৈঠক আছে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে।

রোববার (০৯ জানুয়ারি) সাভারের খাগান এলাকায় ড‍্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

দীপু মনি বলেন, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এসময় পাঠ‍্যবইয়ে ভুলের বিষয়ে মন্ত্রী বলেন, পাঠ‍্যবইয়ে যদি কোনো ভুল হয় সেটি অবশ্যই সংশোধন করা হবে।

এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- ড‍্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চ‍েয়ারম‍্যান মো. সবুর খানসহ প্রমুখ।

এর আগে সমাবর্তন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। এছাড়া ভিডিও কনফারেন্সে সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেন শান্তিতে নোবেল বিজয়ী কৈলাশ সত‍্যার্থী।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণে ব্যর্থ হয়ে মা-মেয়েকে হত্যা
পরবর্তী নিবন্ধমেহেরপুরে ব্যবসায়ী খোকন হত্যায় ৬ জনের যাবজ্জীবন