নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি:

কক্সবাজার-বান্দরবান সীমান্তের নাইক্ষ্যংছড়ির গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ চার রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (৭ জানুয়ারি) উপজেলার ঘুমধুমের তুমব্রুর পাহাড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ এর মৃত আশুক জামানের ছেলে মোহাম্মদ নূর (৩২), ইমাম হোসেনের ছেলে নাজিমুল্লাহ (৩৪), আবদুস সবুরের ছেলে খায়রুল আমিন (১৯) ও থাইংখালী ক্যাম্প-১৩ এর ছৈয়দুল ইসলামের ছেলে আমান উল্লাহ (২৩)।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চলায় র‌্যাব। এসময় মাটিতে পুঁতে রাখা দুটি বিদেশি পিস্তল ও ছয়টি দেশীয় তৈরি অস্ত্রসহ ও বেশকিছু গোলাবারুদসহ তাদের আটক করা হয়। মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হবে।

 

পূর্ববর্তী নিবন্ধমেক্সিকোতে গাড়ি থেকে ১০ মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধএকদিনে প্রায় ২৫ লাখসহ বিশ্বজুড়ে মোট সংক্রমণ ৩০ কোটি ছাড়াল