প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর করোনা পজিটিভ

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিকালেও তিনি বাংলাদেশের নিউজিল্যান্ড জয় উপলক্ষে বোর্ড কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন। সন্ধ্যায় জানা গেল, তার করোনা ধরা পড়ার কথা।

তবে শারীরিক কোনো জটিলতা নেই। মুঠোফোনে নান্নু বলেন, ‘আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। কোনো উপসর্গ নেই। দোয়া করবেন আমার জন্য।’

বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর গণমাধ্যমের সামনে দাঁড়ান নান্নু। সেখানে তিনি প্রধান নির্বাচক হিসেবে কাজ করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ কিংবা নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় আগের প্যানেলই এখনো কাজ করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদপুরে নির্বাচনী সহিংসতায় দুইজন নিহত
পরবর্তী নিবন্ধওমিক্রন ঠেকাতে বিধিনিষেধের প্রজ্ঞাপন দুয়েকদিনেই: স্বাস্থ্য সচিব