জেলা প্রতিনিধি : প্রথমবারের মতো শরীয়তপুরে তেল-গ্যাস অনুসন্ধানে কূপ খনন শুরু করেছে বাপেক্স। দুই বছরের জন্য জমি অধিগ্রহণ শেষে জোরেশোরে চলছে ভূমি ও সড়ক উন্নয়নকাজ।
জানা গেছে, জমি অধিগ্রহণের পর দুই বছরের অনুসন্ধানের জন্য তৈরি হচ্ছে রাস্তাঘাট-কালভার্ট। এলাকাবাসী মনে করছে, গ্যাস পাওয়া গেলে তো সেটা একটা বিরাট সুখবর হবেই। পাওয়া না গেলেও অনুসন্ধানের জন্য যে অবকাঠামো তৈরি হচ্ছে, তা এলাকাকে বদলে দেবে। গ্যাসের মজুত নিশ্চিত হলে এরপর উত্তোলনের কাজ করবে বাপেক্স।
চলতি বছরই খুলে দেয়া হবে স্বপ্নের পদ্মা সেতুর সড়ক পথ। গ্যাস উত্তোলন সম্ভব হলে পাল্টে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক দৃশ্যপট।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন লিমিটেড (বাপেক্স) ও জেলা প্রশাসন সূত্র জানায়, ২০১৪-১৫ সালে শরীয়তপুরের মেঘনা নদীর তীর থেকে খুলনা পর্যন্ত এলাকাজুড়ে দ্বিমাত্রিক সিসমিক জরিপ হয়।
জরিপে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দিনার গ্রামে সন্ধান পাওয়া যায় প্রাকৃতিক গ্যাসের। চলে নানা পরীক্ষা-নিরীক্ষা।
জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তৈরি করা হয় ৯৫ কোটি টাকা ব্যয়ে দেড় বছর মেয়াদি শরীয়তপুর তেল-গ্যাস অনুসন্ধান কূপ খনন প্রকল্প-১। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রকল্পের কাজ।