ভারত মাতাচ্ছে পুষ্পা ও ৮৩

বিনোদন ডেস্ক : ২০২১ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে বেশ কিছু বড় বাজেটের সিনেমা। বড় পর্দায় মুক্তির পর থেকেই বক্স অফিসেও হিট হচ্ছে সিনেমাগুলো। পাশাপাশি ট্রেন্ডেও ছিল। ওটিটিতেও কোটি কোটি টাকা মুনাফা করেছে ভারতের সিনেমা।

সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু আর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি। রীতিমতো ঝড় তুলেছে ছবিটি বক্স অফিসে।
আল্লু আর্জুন শুধু সাউথের একজন বড় তারকা নন। সারা দেশেই তার ফ্যান-ফলোয়ার রয়েছে। তার অভিনীত ‘পুষ্পা’ তেলেগু, মালালায়াম, তামিল, কন্নড় এবং হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে। যার ফলে দর্শকের সংখ্যাও অনেক বেশি এই সিনেমার।

‘পুষ্পা’ হিন্দিতে মুক্তির পর থেকেই ভারতীয় বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম দিনে সিনেমাটির সংগ্রহ ৩ কোটি রুপিরও বেশি ছিল। এরপরের পাঁচদিন সংগ্রহ আরও বেড়েছে।

দ্বিতীয় দিনে সংগ্রহ ৩.৫৫ কোটি রুপি, তৃতীয় দিনে সংগ্রহ ৫.১৮ কোটি রুপি, চতুর্থ দিনে সংগ্রহ ৪.২৫ কোটি রুপি ও পঞ্চম দিনে সংগ্রহ ৪.০৫ কোটি রুপি। বক্স অফিসে সিনেমাটির সংগ্রহ ধারবাহিকভাবে বেড়েই চলেছে। মুক্তির তৃতীয় শনিবারে সিনেমাটির সংগ্রহ ৬ কোটি রুপিরও বেশি। সব মিলিয়ে ‘পুষ্পা’ হিন্দি ভার্সনেই সংগ্রহ করেছে ৫৬ কোটি রুপি।

এদিকে রণভীর সিংয়ের ‘৮৩’ সিনেমাটিও বাজিমাত করছে। এ ছবিটি মুক্তির প্রথম সপ্তাহ চলাকালীন সংগ্রহ করেছে প্রায় ৭৯-৮০ কোটি রুপি।
‘৮৩’ এর তুলনায় ‘পুষ্পা’ নিয়ে দর্শক একটু বেশি উচ্ছ্বসিত। ধারণা করা হচ্ছে শিগগিরই বক্স অফিস সংগ্রহের দৌড়ে ‘৮৩’- কে ছাড়িয়ে যাবে ‘পুষ্পা’!

পূর্ববর্তী নিবন্ধ৬ মাস পর ঊর্ধ্বমুখী রেমিট্যান্স
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে ব্লিংকেনকে মোমেনের চিঠি