চীনে ৪০ হাজার কিলোমিটার ছাড়িয়েছে দ্রুতগতির রেল সীমা

আন্তর্জাতিক ডেস্ক : চীনে দ্রুত গতির রেল ইকুয়েটরের সমান দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। নিউ সিল্ক রুটের অন্যতম অংশ হচ্ছে চীনের দ্রুত গতির রেল। আসিয়ানের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির অন্যতম নিয়ামক হয়ে উঠেছে এই দ্রুত গতির রেল। বেইজিং থেকে হংকংয়ের মধ্যে দ্রুত গতির বুলেট ট্রেন চালু হয়েছে গত বৃহস্পতিবার। পূর্ব চীনের আনহুই প্রদেশের আনকিং থেকে জিয়াংঝি প্রদেশে দ্রুত গতির রেল ছুটছে ঘন্টায় সাড়ে ৩শ কিলোমিটার গতিতে। নদী, হ্রদ, শহরের প্রধান প্রধান সড়ক ও অন্যান্য রেল পথ পাড়ি দিয়ে এধরনের রেলপথের দিগন্ত সূচনা করেছে চায়না টিয়েসিজু সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রুপ।
আগে যে পথে রেলপথে যাতায়াতে সময় লাগত চারঘন্টা এখন সে পথে দ্রুত গতির ২ ঘন্টা সময়ে যাওয়া যাচ্ছে । সাংহাই টঙ্গজি বিশ্ববিদ্যালয়ের ম্যাস ট্রানজিট বিশেষজ্ঞ অধ্যাপক সান ঝ্যাং বলেন বিভিন্ন আন্তর্জাতিক বন্দরকে লক্ষ্য করে দেশটি সীমান্ত ও উপকূল এলাকা ঘিরে দ্রুত গতির রেল পথ তৈরি করছে। এরফলে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ এবং রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের ফোরামের সঙ্গে দ্রুত গতির রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবছর অন্তত সাতটি দ্রুত গতির রেল সংযোগ লাইন স্থাপনের লক্ষ্যমাত্রা নিয়ে আগাচ্ছে চীন এবং এসব রেলপথে ঘন্টায় সাড়ে ৩শ কিলোমিটার গতিতে ছুটবে রেলগুলো।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ থেকে কর্মী নেবে সিঙ্গাপুর
পরবর্তী নিবন্ধদেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৫৫৭