মুকসুদপুরে মহিলা লাঞ্ছিত ও ঘরবাড়ী ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন

 

?

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় কাশালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মহিলা ফরিদা বেগমকে লাঞ্ছিত এবং ঘর বাড়ীর আসবারপত্র ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রাম বাসী।
জানা গেছে, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কাশালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ সিরাজুল ইসলাম মিয়াকে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দেন। একই গ্রামের টুটুল মল্লিক পরিবারের লোকজন নিয়ে আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীর নির্বাচন করার পরিপ্রেক্ষিতে স্বাতন্ত্র প্রার্থী অশোক মৃধার সমর্থক কাশালিয়া গ্রামের পাশের বাড়ীর ইকবাল মিয়ার নেতৃত্বে সঙ্ঘবদ্ধ দল নিয়ে গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় ৭টার দিকে টুটুল মল্লিকের বাড়ীতে প্রবেশ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। টুটুল মল্লিকের স্ত্রী ফরিদা বেগম তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে ইকবাল মিয়া ও তার লোকজন ফরিদা বেগমকে মারপিট ও লাঞ্ছিত করে এবং ঘরের আসবারপত্র ভাংচুর করে। এক পর্যায়ে পাওয়ার ট্রিলার কেনার উদ্দেশে ঘরে থাকা এনজিও হতে উত্তোলন করা ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এব্যাপারে টুটুল মল্লিক বাদী হয়ে মুকসুদপুর থানায় ইকবাল মিয়াকে প্রধান আসামী,(২)কামরুল মিয়া,(৩) রিমান মিয়া,(৪) ফরহাদ মিয়াকে আসামী করে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনা সাথে জড়িত আসামীদের দ্রুত বিচারের দাবীতে কাশালিয়া ইউনিয়ন পরিষদের সামনে ২২ ডিসেম্বর বিকালে গ্রামবাসী একটি মানববন্ধন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের কুমিল্লা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধরাজধানীতে আনসার আল ইসলামের এক সদস্য আটক