নাজিরাবাজারে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

রাজধানীর নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে জুতা তৈরির একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।

শনিবার সন্ধ্যায় আগুন লাগার খবর পাওয়া যায় বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, সাড়ে পাঁচটার দিকে পুরান ঢাকার নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে ১০ তলা ভবনের দ্বিতীয় তলায় জুতা তৈরির একটি কারখানায় আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ৮ শিশুসহ নিহত ১০
পরবর্তী নিবন্ধষষ্ঠ ধাপে ২১৯টি ইউপিতে ভোট ৩১ জানুয়ারি