বিমানের সিটের নিচে ১০ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক:

দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে প্রায় ১০ কেজি স্বর্ণবার উদ্ধার করেছেন কাস্টমস গোয়েন্দারা।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একজন কর্মকর্তা জানান, যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা বলে জানান ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধনবীনগরে গুলিবিদ্ধ চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধকালকিনিতে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক বোমা বিস্ফোরণ, আহত ২০