গ্যাস বিস্ফোরণ-আগুন, হেলে পড়েছে ৫তলা ভবন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি ভবনে গ্যাসের বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণে পাঁচতলা ভবনটি হেলে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত দেড়টার পর বিস্ফোরণের সংবাদ আসে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের ভেতর থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। ভবনটির নিচতলায় গ্যাস বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রথমে ভবনটির নিচ তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর ভবনের অংশ বিশেষ ধসে পড়ে। জমাকৃত গ্যাস বিস্ফোরণে মাধ্যমে ভবনটি ধসে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল: প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধশহীদ বুদ্ধিজীবী দিবস আজ