গোপালগঞ্জে ১ লক্ষ ৭৭ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ১ লক্ষ ৭৭ হাজার ৩৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ জানান, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে মোট ১ লক্ষ ৭৭ হাজার ৩শ ৬৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ২৯৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৩ হাজার ৭১ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১ হাজার ৭০৫ টি কেন্দ্রে ২১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৩হাজার ৪১০ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন। এ সময় মেডিকেল কর্মকর্তা ডা: সাকিবুর রহমান, ইপিআই সুপারেন্ডেট ডাধ দীপক রঞ্জন সরকারসহ ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে আন্তর্জাতিক দূনীর্তি বিরোধী দিবস পালন
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত