মুকসুদপুরে আন্তর্জাতিক দূনীর্তি বিরোধী দিবস পালন

 

?

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
আসুন জাতীয় উন্নয়নের স্বার্থ দুর্নীতি বিরুদ্ধে একতাবদ্ধ হই এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে দুর্নীতি প্রতিরোধ মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দূনীর্তি প্রতিরোধ কমিটির আয়োজনে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফারুক খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দূনীর্তি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানব বন্ধন এবং আলোচনা সভায় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন তাপসি রানী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর মিয়া, উপজেলা কৃষি অফিসার ড.মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম পান্নু, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা লায়লা সুলতানা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছিরু মিয়া, সহ- সভাপতি সরদার মজিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক হায়দার হোসেন।উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মুক্তিযোদ্ধা হাফিজুল হক চোকদার।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে বেগম রোকেয়া দিবস পালন
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে ১ লক্ষ ৭৭ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল